Friday, March 23, 2012

Asia Cup-2012 It was pain full night for Banglades

Shakib & Musfiq are crying
Pakistan ended brave Bangladesh’s dream run to clinch the Asia Cup title for the second time as they held their nerve in nail-biting moment to edge past the hosts by just two runs in a dramatic final at Sher-e-Bangla National Cricket Stadium on Thursday. Like the league match, they gave a mighty scare to Pakistan but it was again so near, yet so far case that left the adoring full house crowd and the players tearing. It came as a huge blow for the nation which was preparing to celebrate the biggest moment of cricket history as Bangladesh had every chance to win the match till the final ball.
Pakistan also won their maiden Asia Cup in Dhaka in 2000, while India became champions for five times and Sri Lanka for four times.
As the bowlers laid a solid platform with holding back Pakistan to 236 for nine, Bangladesh sniffed to create an epic history. Once again Tamim Iqbal was solid in upfront while Shakib’s controlled aggression kept the match in Bangladesh’s grip but the dismissal of the Shakib and Mushfiqur Rahim’s in a quick succession came as huge blow. Pakistani spinners did a splendid job in the middle while pacer won the battle of nerves in the last moment to restrict Bangladesh to 234 for eight.
Bangladesh needed nine runs to win in the last over, but Aizaz Cheema, who was erratic bloomed with full glory in the crucial last over giving away just six runs to leave the whole stadium in grave silence. Tears were rolling down the cheeks of the fans and so as the players but yet it was a huge achievement for the country’s cricket which has been struggling to have an identity in world cricket. The 11th edition of Asia Cup earned world respect and evolved the Bangladesh to a formidable side.
President Zillur Rahman, Prime Minister Sheikh Hasina, Leader of the Opposition Begum Khaleda Zia and former president H M Ershad were present to watch the summit clash as the history beckoned Bangladesh.
Shakib Al Hasan was adjudged man of the tournament for his influential role to take Bangladesh in final and superb all-round performance. He scored 237 runs and hauled six wickets. Shahid Afridi, who blasted 22 ball-32 and also took one wicket with a measly bowling effort, was adjudged man of the match.
Tamim Iqbal, who was the highest scorer for Bangladesh with accumulating 253 runs, again put up top class batting braving his viral fever. His 60-run knock kept Bangladesh in hunt while Shakib blasted 68 to take Bangladesh close. However the lower order failed to give the finishing touch.
Earlier, with the opportunity alluring them to create another history, the rejuvenated bowlers refused to knuckle down, bowled with heart to restrict Pakistan to a manageable total. Sarfraz Ahmed’s unbeaten 46 runs proved crucial at the end so as the Shahadat Hossain last over which leaked 19 runs including two no balls and a wide.
Immediately after the prize giving ceremony a ten-minute colourful fireworks enthralled the crowd.
 
SCORECARD
 
Pakistan: 236 for 9 in 50 overs
Bangladesh innings:
Tamim c Younus b Gul 60
M Nazimuddin c Younus b Afridi 16
Jahurul c Younus b Ajmal 0
Nasir c Misbah b Gul 28
Shakib b Cheema 68
Mushfiqur c Jamshed b Cheema 10
M Mahmudullah not out 17
M Mortaza c Jamshed b Ajmal 18
A Razzak b Cheema 6
Shahadat not out 0
Extras (lb5, nb2, w4) 11
Total (for eight; 50 overs) 234
Fall of wickets: 1-68, 2-68, 3-81, 4-170, 5-179, 6-190, 7-218, 8-233.
 

BOWLING    O    M    R    W
M Hafeez        10    0    30    0
U Gul                10    2    65    2
S Ajmal             10    2    40    2
S Afridi             10    1    28    1
A Cheema           7    0    46    3
H Azam              3    0    20    0
 
Result: Pakistan win by two runs
Man of the match: Shahid Afridi (PAK)
Man of the tournament: Shakib Al Hasan (BAN)
musfiq is crying

Tuesday, March 20, 2012

Asia cup-2012 Sri Lanka gather almost 232

An inspired performance in the field put Bangladesh in a good position to extend Sri Lanka's miserable win in the tournament and halt India's chances of making the final. Shafiul Islam's injury turned out to be a blessing in disguise for Bangladesh as his replacement, Nazmul Hossain, rattled Sri Lanka's top order with three wickets and gave them the early caffeine boost, before the spinners thwarted any significant resistance from Sri Lanka's middle order to keep them to a middling 231. However, the threat facing Bangladesh would be the dark clouds, which looked ominous as it rained wickets towards the end.
Chamara Kapugedera and Lahiru Thirimanne added 88 for the third wicket, but one of them needed to bat through the innings to set a competitive target. Upul Tharanga made a breezy fifty, but not for the first time since his demotion has he had to repair the damage done to the top order, again raising questions about the structure of the batting line-up.
Bangladesh came out with a sense of purpose, fielding with intent after winning the toss. They were aided by a surface which, though not the same used for the India-Pakistan game, appeared slower and suited their crop of bowlers. The seamers bowled several slower deliveries to tighten the noose on the run-rate, which
Nazmul's start was inauspicious - he was thrashed past backward point by Tillakaratne Dilshan off the his first ball, but he struck back quickly by removing his partner. Mahela Jayawardene missed a straight one and had his off stump knocked back.
Sri Lanka persisted with Kumar Sangakkara, who has been inconsistent of late, at No.3. He wasn't allowed to dominate at the start, as the alert infield did its best to limit the quick singles. He survived two close run-out chances, and in an attempt to break free drove Nazmul on the up to Nazimuddin at extra cover. Dilshan was found out by the slowness of the pitch when he tried to cut Nazmul and ended up dragging it to the base of the middle stump.
The loss of wickets dented the run-rate, as Sri Lanka could only manage 32 off the first ten overs. After a brief dry spell, Thirimanne eased a boundary down the ground off Shahadat Hossain, before sweeping and cutting the left-arm spinners behind the wicket. Kapugedera, under pressure to keep his place, made good use of his promotion, using his feet to the spinners. A stroke of luck, though, gave Bangladesh the breakthrough when Thirimanne nudged Abdur Razzak off his pads and was stumped after the ball deflected off Mushfiqur Rahim's pads.
Tharanga's arrival perked up the scoring, as he punished a wayward Shahadat for three quick boundaries. The batting Powerplay yielded 28 runs with two boundaries. Kapugedera, under pressure to keep his place, managed a face-saving half-century, but his innings was cut short by some sharp reflexes by Shakib Al Hasan at extra cover. Shakib struck with the ball soon after, getting Farveez Maharoof to edge to the keeper and trapping Nuwan Kulasekara lbw.
Tharanga stepped down the track to Shakib to launch the only six of the innings, in the 45th over. Sachitra Senanayake gave Sri Lanka a late surge to lift them to a target which could still test the hosts, despite their renewed confidence after chasing 290 against India. The drizzle picked up and the covers came on during the innings break. If play resumes, Sri Lanka would hope the rain spices up the pitch. There is, however, the provision of a reserve day if rain has its say this evening.

Monday, March 19, 2012

এশিয়া কাপ ক্রিকেটে জাল টিকিট

এশিয়া কাপ ক্রিকেটে জাল টিকিট ধরা পড়েছে। জাল হয়েছে দুশ' টাকা মূল্যের টিকিট। ৫ নম্বর গেটে দায়িত্ব পালনকারীদের হাতে ধরা পড়ে জাল টিকিট। এসব টিকিট কেনা হয়েছিল মিরপুর সিটি ব্যাংকের শাখা থেকে। ক্রিকেট কিনে প্রতারিত হয়েছেন ঢাকা মহানগরী ক্লাবের কর্মকর্তারা। বিসিবি থেকে তাদের জন্য বরাদ্দকৃত টিকিট মূল্য পরিশোধ সাপেক্ষে সিটি ব্যাংকের মিরপুর শাখা থেকেই তা কেনা হয়েছিল। এসব টিকিট দিয়ে ক্লাব কর্মকর্তা এবং ক্রিকেটাররা খেলা দেখে থাকেন। টিকিট জাল শুনে পরে অন্যরা মাঠেই প্রবেশ করেননি। এ নিয়ে কয়েকটি ক্লাবের কর্মকর্তারা সাংবাদিকদের কাছে অভিযোগ করতে ছুটে আসেন। তাদেরই একজন নবীন সংঘের সাধারণ সম্পাদক তাবারাকুল ইসলাম আরিফ। তিনি বলেন, 'এসব টিকিট দিয়ে আমাদের ক্লাবের কর্মকর্তা এবং খেলোয়াড়রা খেলা দেখে থাকেন। কারা টিকিট জাল করেছে আমরা জানি না। বিষয়টি আমি টিকিট কমিটির চেয়ারম্যান জিএস হাসান তামিমকে জানিয়েছি।'
এ ব্যাপারে টিকিট কমিটির চেয়ারম্যান জিএস হাসান তামিম দায়িত্বহীন মন্তব্য করেন, 'বিষয়টি আমি জেনেছি। এ রকম হতেই পারে। পাঁচশ' ও এক হাজার টাকার নোট যেখানে জাল হচ্ছে, সেখানে এটি তো খেলার টিকিট। কিন্তু কে বা কারা করেছে তা আমি জানি না।'

আত্মবিশ্বাসী হলেও চাপ নিতে চায় না বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও জিততেই হবে এমন চাপ নিয়ে বাংলাদেশ মাঠে নামতে চায় না বলে জানিয়েছেন জহুরুল ইসলাম। মঙ্গলবারের ঐ ম্যাচের ওপর বাংলাদেশের ফাইনাল খেলা অনেকাংশে নির্ভর করছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে জহুরুল বলেন, “পাকিস্তানের বিপক্ষে ভালো খেলে আর ভারতকে হারিয়ে বড় দলের বিপক্ষে জেতার আত্মবিশ্বাস জন্মেছে সবার মনে। শ্রীলঙ্কা শক্তিশালী দল হলেও প্রত্যেকে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করলে তাদের বিপক্ষেও ভালো করা সম্ভব।”


“আমরা কেউ ভাবছি না যে জিততেই হবে, এভাবে ভাবলে বাড়তি চাপ চলে আসে। আমরা নিজেদের খেলা নিয়েই ভাবছি। উপরের সারির ব্যাটসম্যানদের কাছ থেকে একটা ভালো শুরু, মাঝসারির ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিং আর বোলাররা সঠিক লাইন-লেন্থে বল করতে পারলে ইতিবাচক ফলাফল সম্ভব,” যোগ করেন তিনি।


ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী জহুরুল। তিনি বলেন, “অনেক সময় আমরা ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। তবে, এবার সেই পরিস্থিতি থেকে উত্তরণের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।”


“নিজেদের সামর্থ্য সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা রয়েছে। তাদের বোলারদের বিপক্ষে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনাও রয়েছে। তারপরও কোনো লক্ষ্য নিয়ে আমরা ব্যাট করতে চাই না। সেক্ষেত্রে আগে-ভাগেই উইকেট হারিয়ে বিপদে পড়ে যেতে পারি। উইকেট দেখে এগুনোর চেষ্টা করবো। হাতে উইকেট থাকলে শেষ দিকে দ্রুত রান করে বড় স্কোর দাঁড় করানোই লক্ষ্য থাকবে,” যোগ করেন তিনি।


ভারতের বিপক্ষে নিজের প্রথম ওয়ানডেতে অর্ধশতক আদায়ের পরও নিজের ব্যাটিং নিয়ে খুব একটা সন্তুষ্ট নন জহুরুল। তিনি বলেন, “ভালোভাবে শুরু করলেও দুই ইনিংসের কোনোটিকেই বড় করতে পারিনি।”


“প্রতিদিন ৫/৬ জন ব্যাটসম্যান ভাল করবে না। তাই উইকেটে থিতু হতে পারলে শেষ করে আসা উচিৎ। আমাদের কেউ ৫০ রান করলে তার উচিৎ হবে সেটাকে ১০০ রানে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা। সেক্ষেত্রে বাকিদের জন্য কাজ অনেক সহজ হয়ে যাবে,” যোগ করেন জহুরুল।


ডান কাঁধের চোটের কারণে পেসার শফিউল ইসলামের অনুপস্থিতির পরেও শ্রীলঙ্কার বিপক্ষে ২৫০ রান নিয়ে লড়াই করা সম্ভব বলে মনে করেন জহুরুল।


তিনি বলেন, “এটা আমাদের নিজেদের মাঠ। তাই আমাদের চেয়ে ভালো করে এই উইকেট কেউ চেনে না। আমাদের বোলিং আক্রমণও বেশ শক্তিশালী। আড়াইশ রান করতে পারলে শ্রীলঙ্কাকে হারানো সম্ভব।”


এশিয়া কাপের এবারের আসরে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি চারবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। এবার তাদের খালি হাতেই দেশে ফেরাতে চান জহুরুল। তিনি বলেন, “অস্ট্রেলিয়ায় ভিন্ন পরিবেশে খেলে এসেছে এখানে মানিয়ে নিতে পারেনি শ্রীলঙ্কা। তাছাড়া চোটের কারণে অ্যাঞ্জেলো ম্যাথুস ও থিসারা পেরেরাকে হারানোয় তারা বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে।”


“উপরের সারির ব্যাটসম্যানদের ওপর শ্রীলঙ্কা বেশ নির্ভরশীল। শুরুতে ভালো বোলিং করে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিতে পারলে তাদের কম রানেই বেঁধে ফেলা সম্ভব,” যোগ করেন তিনি।


ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলো ভারত

 বিরাট কোহলির বীরোচিত ব্যাটিংয়ে এশিয়া কাপের পঞ্চম ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রেখেছে ভারত। এখন ফাইনালে উঠতে হলে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প নেই। এদিকে হেরেও প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যদি জিততে পারে তবে ভারত ও বাংলাদেশ দুই দলের পয়েন্টই সমান হবে। কিন্তু লিগ পর্বে ভারতকে হারানোয় ফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। আর স্বাগতিকরা যদি বোনাস পয়েন্টসহ জেতে তবে সরাসরি চলে যাবে ফাইনালে।


৩ ম্যাচে দুই জয়ে ভারতের সংগ্রহ ৮ পয়েন্ট। সমান খেলায় বোনাস পয়েন্টসহ পাকিস্তানের সংগ্রহ ৯ পয়েন্ট। দুই খেলায় বাংলাদেশের পয়েন্ট ৪। প্রথম দুই ম্যাচে হেরে শ্রীলঙ্কা এখনো পয়েন্ট শূন্য।


মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদের শতকের সুবাদে ৬ উইকেটে ৩২৯ রান করে পাকিস্তান। জবাবে ৪৭ ওভার ৫ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এশিয়া কাপে এটিই সবচেয়ে বড় রান তাড়া করে জয়। এর আগে ২০০৮ সালে নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে ৩০৯ রান তাড়া করে জিতেছিলো পাকিস্তান।


লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা মোটেও ভালো হয়নি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান গৌতম গম্ভীর। দ্বিতীয় উইকেটে শচীন টেন্ডুলকারের সঙ্গে কোহলির ১৩৩ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামলে ভালো অবস্থানে নিয়ে আসে ভারতকে।


অর্ধশতকে পৌঁছানোর পর সাঈদ আজমলের বলে ইউনুস খানের হাতে ধরা পড়েন টেন্ডুলকার (৫২)। তার ৪৮ বলের ইনিংসে ৫টি চার ও একটি ছক্কা।


সুরেশ রায়নার বদলে চার নম্বরে ব্যাট করতে নামেন রোহিত শর্মা। কোহলির সঙ্গে তার ১৭২ রানের জুটি ভারতকে নিয়ে আসে চালকের আসনে। জয়ের ২৫ রান দূরে থেকে রোহিত বিদায় নিলেও অবিচল ছিলেন কোহলি। রোহিতের ৮৩ বলের ইনিংসে ৫টি চার ও একটি ছক্কা।


দলীয় ৩১৮ রানে বিদায় নেয়ার আগে কোহলির ব্যাট থেকে আসে ক্যারিয়ার সেরা ১৮৩ রান। শেষ চার ম্যাচে তিন শতক পেলেন কোহলি। এটি তার একাদশ ওয়ানডে শতক। চলতি আসরে দ্বিতীয়। তার ১৪৮ বলের ইনিংসটি ২২টি চার ও ১টি ছক্কায় সাজানো।


বাকি কাজটুকু সুরেশ রায়নাকে নিয়ে সহজেই সারেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।


৬৫ রানে ২ উইকেট নিয়ে উমর গুল পাকিস্তানের সেরা বোলার।


এর আগে হাফিজ ও জামশেদের ২২৪ রানের উদ্বোধনী জুটি পাকিস্তানকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। এশিয়া কাপে এটি উদ্বোধনী জুটি তো বটেই যে কোনো উইকেটে সর্বোচ্চ রান।


তৃতীয় উইকেটে ২০০৪ সালে কলম্বোয় হংকংয়ের বিপক্ষে পাকিস্তানেরই শোয়েব মালিক ও ইউনুস খানের ২২৩ রান এতোদিন ছিল যে কোনো জুটিতে সর্বোচ্চ। আর ২০০৮ সালে করাচিতে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া ও কুমার সাঙ্গাকারার ২০১ রান ছিল উদ্বোধনী জুটির সর্বোচ্চ।


হাফিজ ও জামশেদকে থামাতে ২৪ ওভারের মধ্যে ৮ বোলার ব্যবহার করেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অষ্টম বোলার হিসেবে বল করতে আসা শচীন টেন্ডুলকার নিজের দ্বিতীয় ওভারে (২৬ তম ওভার) প্রথম সুযোগ তৈরি করেন। সে সময় ৬৯ রানে ব্যাট করা জামশেদ তাকে ফিরতি ক্যাচ দেন। ঐ সুযোগ কাজে লাগাতে পারেননি টেন্ডুলকার, উল্টো আঙ্গুলে চোট পেয়ে মাঠ ছাড়েন।


প্রথম ওয়ানডে শতকে পৌঁছার পর সাজঘরের পথ ধরেন জামশেদ (১১২)। রবীচন্দ্রন অশ্বিনের বলে ইরফান পাঠানের দারুণ ক্যাচে পরিণত হন তিনি। জামশেদের ১০৪ বলের ইনিংসে ১০টি চার ও একটি ছক্কা।


নিজের চতুর্থ ওয়ানডে শতক পাওয়া হাফিজ (১০৫) এক রান পরেই জামশেদকে অনুসরণ করেন। হাফিজের ১১৩ বলের ইনিংসটি ৯টি চার ও একটি ছক্কায় সাজানো।


তৃতীয় উইকেটে ৪৮ রানের ছোট কিন্তু কার্যকর জুটি গড়ে ধাক্কা সামাল দেন উমর আকমল ও ইউনুস খান। প্রাভিন কুমারের বলে শর্টফাইন লেগে গৌতম গম্ভীরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে আকমল করেন ২৮ রান।


এক সময়ে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ২৭৩/৩। সেখান থেকে সাড়ে তিনশ রানের স্বপ্ন দেখছিল দলটি। তবে ইউনুস (৫২) ছাড়া আর কেউ দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে না পারায় ততদূর যেতে পারেনি পাকিস্তান। ইউনুসের ৩৪ বলের ইনিংসে ৬টি চার।


ভারতের পক্ষে অশোক দিন্দা ও প্রাভিন কুমার দুটি করে উইকেট নেন।


সংক্ষিপ্ত স্কোর:


পাকিস্তান: ৫০ ওভারে ৩২৯/৬ (হাফিজ ১০৫, জামশেদ ১১২, আকমল ২৮, ইউনুস ৫২, আফ্রিদি ৯, আজম ৪, মিসবাহ ৪*, গুল ০*; দিন্দা ২/৪৭, প্রাভিন ২/৭৭, অশ্বিন ১/৫৬, ইরফান ১/৬৯)


ভারত: ৪৭ ওভার ৫ বলে ৩৩০/৪ (গম্ভীর ০, টেন্ডুলকার ৫২, কোহলি ১৮৩, রোহিত ৬৮, রায়না ১২*, ধোনি ৪*; গুল ২/৬৫, হাফিজ ১/৪২, আজমল ১/৪৯)

Sunday, March 18, 2012

ওয়ানডে র‌্যাংকিংয়ে ভারতের অবনমন

 এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে এক ধাপ নেমে গেছে ভারত।

শুক্রবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে দুই নম্বরে ছিলো বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু হেরে যাওয়ায় তাদের রেটিং পয়েন্ট কমে দাঁড়ায় ১১৬। এক ধাপ নেমে তাদের অবস্থান এখন তৃতীয়।

ভারতের অবনমনে দুই নম্বরে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং পয়েন্ট ১১৮।

১২৭ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। নবম স্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬৫।

আজমল ফেরালেন টেন্ডুলকারকে

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপের পঞ্চম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য ৩৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ২ উইকেটে ১৩৩ রান করেছে ভারত।

এক প্রান্তে বিরট কোহলি ৭৩ রানে ব্যাট করছেন। অন্য প্রান্তে রোহিত শর্মা এখনো রানের খাতা খুলেন নি।


সাজঘরে ফিরে গেছেন গৌতম গম্ভীর (০) ও শচীন টেন্ডুলকার (৫২)।


মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদের শতকের সুবাদে ৬ উইকেটে ৩২৯ রান করে পাকিস্তান।


হাফিজ ও জামশেদের ২২৪ রানের উদ্বোধনী জুটি পাকিস্তানকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। এশিয়া কাপে এটি উদ্বোধনী জুটি তো বটেই যে কোনো উইকেটে সর্বোচ্চ রান।

ভারতের সামনে আজ অগ্নি পরিক্ষা চলছে.........।।

এশিয়া কাপের পঞ্চম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য ৩৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভারে ১ উইকেটে ৯৮ রান করেছে ভারত।

এক প্রান্তে শচীন টেন্ডুলকার ৪৭ ও বিরাট কোহলি ৪৫ রানে ব্যাট করছেন।


সাজঘরে ফিরে গেছেন গৌতম গম্ভীর (০)।


মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদের শতকের সুবাদে ৬ উইকেটে ৩২৯ রান করে পাকিস্তান।


হাফিজ ও জামশেদের ২২৪ রানের উদ্বোধনী জুটি পাকিস্তানকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। এশিয়া কাপে এটি উদ্বোধনী জুটি তো বটেই যে কোনো উইকেটে সর্বোচ্চ রান।


তৃতীয় উইকেটে ২০০৪ সালে কলম্বোয় হংকংয়ের বিপক্ষে স্বদেশী শোয়েব মালিক ও ইউনুস খানের ২২৩ রান এতোদিন ছিল যে কোনো জুটিতে সর্বোচ্চ। আর ২০০৮ সালে করাচিতে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া ও কুমার সাঙ্গাকারার ২০১ রান ছিল উদ্বোধনী জুটির সর্বোচ্চ।


হাফিজ ও জামশেদকে থামাতে ২৪ ওভারের মধ্যে ৮ বোলার ব্যবহার করেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অষ্টম বোলার হিসেবে বল করতে আসা শচীন টেন্ডুলকার নিজের দ্বিতীয় ওভারে (২৬ তম ওভার) প্রথম সুযোগ তৈরি করেন। সে সময় ৬৯ রানে ব্যাট করা জামশেদ তাকে ফিরতি ক্যাচ দেন। ঐ সুযোগ কাজে লাগাতে পারেন নি টেন্ডুলকার, উল্টো আঙ্গুলে চোট পেয়ে মাঠ ছাড়েন।


প্রথম ওয়ানডে শতকে পৌঁছার পর সাজঘরের পথ ধরেন জামশেদ (১১২)। রবীচন্দ্রন অশ্বিনের বলে ইরফান পাঠানের দারুণ ক্যাচে পরিণত হন তিনি। জামশেদের ১০৪ বলের ইনিংসে ১০টি চার ও একটি ছক্কা।


নিজের চতুর্থ ওয়ানডে শতক পাওয়া হাফিজ (১০৫) এক রান পরেই জামশেদকে অনুসরণ করেন। হাফিজের ১১৩ বলের ইনিংসটি ৯টি চার ও একটি ছক্কায় সাজানো।


তৃতীয় উইকেটে ৪৮ রানের ছোট কিন্তু কার্যকর জুটি গড়ে ধাক্কা সামাল দেন উমর আকমল ও ইউনুস খান। প্রাভিন কুমারের বলে শর্টফাইন লেগে গৌতম গম্ভীরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে আকমল করেন ২৮ রান।


এক সময়ে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ২৭৩/৩। সেখান থেকে সাড়ে তিনশ রানের স্বপ্ন দেখছিল দলটি। তবে ইউনুস (৫২) ছাড়া আর কেউ দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে না পারায় ততদূর যেতে পারেনি পাকিস্তান। ইউনুসের ৩৪ বলের ইনিংসে ৬টি চার।


ভারতের পক্ষে অশোক দিন্দা ও প্রাভিন কুমার দুটি করে উইকেট নেন।


সংক্ষিপ্ত স্কোর:


পাকিস্তান: ৫০ ওভারে ৩২৯/৬ (হাফিজ ১০৫, জামশেদ ১১২, আকমল ২৮, ইউনুস ৫২, আফ্রিদি ৯, আজম ৪, মিসবাহ ৪*, গুল ০*; দিন্দা ২/৪৭, প্রাভিন ২/৭৭, অশ্বিন ১/৫৬, ইরফান ১/৬৯)



ফাইনালের সমীকরণ
:

এখন পর্যন্ত টুর্নামেন্টের চার দল দুটি করে ম্যাচ খেলেছে। এর মধ্যে দুটোতেই জিতেছে পাকিস্তান। বোনাস পয়েন্টসহ তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। একটি করে জয় পাওয়া বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ৪ পয়েন্ট। আর দুই ম্যাচেই হেরে যাওয়া শ্রীলঙ্কার পয়েন্ট শূন্য।


শুক্রবার ভারতকে হারিয়ে এশিয়া কাপ জমিয়ে দিয়েছে বাংলাদেশ। চার দলের প্রত্যেকের সামনেই এখন পর্যন্ত ফাইনালে খেলার সুযোগ রয়েছে। বোনাস পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে একধাপ এগিয়ে রয়েছে পাকিস্তান। তবে বাংলাদেশ ও ভারত নিজের ম্যাচে বোনাস পয়েন্ট নিয়ে জিতলে এমনকি পাকিস্তানও বাদ পড়ে যেতে পারে।


রোববার ভারত জিতলে ফাইনালের আশা শেষ হয়ে যাবে শ্রীলঙ্কার। তখন মঙ্গলবার লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতেই হবে বাংলাদেশকে।