Monday, March 19, 2012

এশিয়া কাপ ক্রিকেটে জাল টিকিট

এশিয়া কাপ ক্রিকেটে জাল টিকিট ধরা পড়েছে। জাল হয়েছে দুশ' টাকা মূল্যের টিকিট। ৫ নম্বর গেটে দায়িত্ব পালনকারীদের হাতে ধরা পড়ে জাল টিকিট। এসব টিকিট কেনা হয়েছিল মিরপুর সিটি ব্যাংকের শাখা থেকে। ক্রিকেট কিনে প্রতারিত হয়েছেন ঢাকা মহানগরী ক্লাবের কর্মকর্তারা। বিসিবি থেকে তাদের জন্য বরাদ্দকৃত টিকিট মূল্য পরিশোধ সাপেক্ষে সিটি ব্যাংকের মিরপুর শাখা থেকেই তা কেনা হয়েছিল। এসব টিকিট দিয়ে ক্লাব কর্মকর্তা এবং ক্রিকেটাররা খেলা দেখে থাকেন। টিকিট জাল শুনে পরে অন্যরা মাঠেই প্রবেশ করেননি। এ নিয়ে কয়েকটি ক্লাবের কর্মকর্তারা সাংবাদিকদের কাছে অভিযোগ করতে ছুটে আসেন। তাদেরই একজন নবীন সংঘের সাধারণ সম্পাদক তাবারাকুল ইসলাম আরিফ। তিনি বলেন, 'এসব টিকিট দিয়ে আমাদের ক্লাবের কর্মকর্তা এবং খেলোয়াড়রা খেলা দেখে থাকেন। কারা টিকিট জাল করেছে আমরা জানি না। বিষয়টি আমি টিকিট কমিটির চেয়ারম্যান জিএস হাসান তামিমকে জানিয়েছি।'
এ ব্যাপারে টিকিট কমিটির চেয়ারম্যান জিএস হাসান তামিম দায়িত্বহীন মন্তব্য করেন, 'বিষয়টি আমি জেনেছি। এ রকম হতেই পারে। পাঁচশ' ও এক হাজার টাকার নোট যেখানে জাল হচ্ছে, সেখানে এটি তো খেলার টিকিট। কিন্তু কে বা কারা করেছে তা আমি জানি না।'

No comments:

Post a Comment